গাজীপুরে বেতন ও বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, গাড়ীতে অগ্নিসংযোগ ।
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েকটি পোশাক কারখানার শ্রমিক। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশনরোড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। একপর্যায়ে সড়কে থাকা একটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
জানা গেছে, করোনাভাইরাসে বন্ধ ছিল টঙ্গীর বিসিক এলাকার কিছু কারখানা। এরপর সম্প্রতি আবার কারখানা চালু হলে কাজ শুরু করেন শ্রমিকরা। কিন্তু এর মাঝেই কয়েকটি কারখানায় গত এপ্রিল মাসের বেতন বাকি পড়ে যায়। এ নিয়ে শ্রমিক ও কারখানার মালিকপক্ষের মাঝে বাকবিতণ্ডা হয়। এর মাঝে আজ সকাল সাড়ে ৯টার দিকে তারা নিজ নিজ কারখানার সামনে বকেয়া বেতনের দাবিতে জড়ো হন। বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে শ্রমিকরা কারখানার সামনে থেকে সরে এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় এসে সড়ক অবরোধ করেন। প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ রাখার পর তারা কয়েকটি গাড়ি ভাংচুরসহ একটি কাভার্ডভ্যানে ও টায়ারে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রমিকরা দাবি করেন, তারা গত এপ্রিল মাসের বেতন এখনো পাননি। সেই সঙ্গে সরকারি নির্দেশনা অনুযায়ী বেতন বোনাস দিতে কারখানা মালিকরা গড়িমসি করছে। এ নিয়ে তারা একাধিকবার মালিকপক্ষের সঙ্গে বসেছেন। কিন্তু কোনো সমাধান হয়নি। পরে বাধ্য হয়ে বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বেতন ভাতার দাবিতে শ্রমিকরা সড়কে অবস্থান করে গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।